মহিব্বুল্লাহ মহিব,বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের চাটরা বাজার ও কামারখালী বাজারের সংযোগ সড়ক টির বেহাল দশা।
জন সাধারণের দুর্ভোগের যেন শেষ নেই। অত্র এলাকায় কোন জনপ্রতিনিধি আছে বলে স্থানীয়রা মনে করেন না। যে কারণে স্থানীয় জনগণ রাগে ক্ষোভে বাধ্য হয়ে, রাস্তার উপড়ে ধান গাছ লাগিয়ে দিছে।
স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায়, তারা বারবার ইউপি চেয়ারম্যান সহ জন প্রতিনিধিদের কাছে বারবার ঘুরেও রাস্তার উন্নয়নের জন্য কিছুই করতে না পেরে, ধানের চারা রোপণ করে দিছেন।
এমএম/পাবলিকভয়েস