ফাহিম ফাইয়াজ
পাবলিক ভয়েস
ইসরায়েলি কারাগারে ১৫ বছরের বেশি সময় ধরে বন্দি রয়েছেন ৫ শতাধিক ফিলিস্তিনি মুসলিম। কারাগার বিষয়ক স্পেশালিস্ট আব্দুন নাসের ফেরওয়ানেহ বরিবার (৯ আগস্ট) একথা জানিয়েছেন। সোমবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এখবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেরওয়ানেহ বলেন, আরও ৫০ জন ফিলিস্তিনি ২০ বছরের বেশি সময় ধরে ইসরায়েলের কারাগারে বন্দি রয়েছে। মাত্র দুই বছরে এই সংখ্যা ৩০০ হয়ে যাবে বলেও জানান তিনি।
আব্দুন নাসের ফেরওয়ানেহ সব ফিলিস্তিনিদের, বিশেষত প্রতিরোধ আন্দোলনের প্রতি এই ইস্যুটি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বন্দীদের মুক্তি কেবল জাতীয়, ধর্মীয়, রাজনৈতিক, মানবিক ও নৈতিক দায়িত্বই নয়, বরং ফিলিস্তিনিদের মধ্যে প্রতিরোধের সংস্কৃতি আরও শক্তিশালী করা একটি অত্যাবশ্যকীয় প্রয়োজন।
মিডল ইস্ট মনিটর থেকে ফাহিম ফাইয়াজের অনুবাদ
আই.এ/