প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২০, ৬:১৭ অপরাহ্ণ
প্রিয় ‘বাবরি মসজিদকে’ রামমন্দিরে রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করে ছাড়লেন মোদি

হিন্দুত্ববাদী বিজেপিশাসিত ভারতের মোদি-অমিত শাহ্ নেতৃত্বাধীন সরকার অযোধ্যায় মুসলমানদের প্রিয় "বাবরি মসজিদ"কে সম্পূর্ণ অন্যায্য ও অন্যায়ভাবে রামমন্দিরে রূপান্তর করার প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করলেন।
আয়াসোফিয়ার মতো বায়তুল মুকাদ্দাস ও বাবরি মসজিদও পুনরুদ্ধার করা হবে: আল্লামা বাবুনগরী
আয়াসোফিয়ার মত বাবরি মসজিদও তার স্বরূপে ফিরে যাবে : মাসুদ আজহার
আজ (৫ আগষ্ট) দির্ঘ আলোচনা-সমালোচনার মধ্যে দিয়েই বাবরি মসজিদের জায়গা দখল করে সেখানে রামমন্দির স্থাপনের ভূমিপূজন করলেন নরেন্দ্র মোদি। তবে করোনা আক্রান্ত হওয়ায় এদিন মোদির সঙ্গে ছিলেন না তার হিন্দুত্ববাদী শক্তির আর এক সহযোগি অমিত শাহ্।
গুন্ডামি করে মসজিদটা ভেঙে আদালত বলল ওখানে মন্দির হবে
ভারতের অযোধ্যায় যেখানে প্রায় ৫০০ বছর পুরনো বাবরি মসজিদ ছিল ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর পর্যন্ত, সেই জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বুধবার বিতর্কিত রামমন্দির নির্মানের সূচনা করেছেন। খবর বিবিসির।
মোদী ছাড়াও ভূমিপুজোর কাছাকাছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অতি বিশিষ্ট কয়েকজন হিন্দুত্ববাদী নেতা হাজির ছিলেন। উপস্থিত ছিলেন প্রায় তিনদশক ধরে চলতে থাকা রামমন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত সাধু-সন্তরাও।
পড়ুন : বাবরি মসজিদের স্থানে বিতর্কিত রামমন্দির স্থাপন শুরু করার আগে অমিত শাহ'সহ এক ডজন বিজেপি নেতা করোনা আক্রান্ত
তবে বাবরি মসজিদ ধ্বংসের সময়ে রামমন্দির আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিলেন, সেই লালকৃষ্ণ আদভানি বা মুরলী মনোহর যোশী অথবা উমা ভারতীরা এদিন অযোধ্যায় যাননি।
এমনকি মোদির পক্ষ থেকে আমন্ত্রন যায়নি রামমন্দির আন্দোলনের আরেক শরিক মহারাষ্ট্রের শিবসেনা দলকেও। তারা ভূমিপুজো চলাকালীনই জানান, "কর সেবকদের আত্মত্যাগ যারা রামমন্দিরের ভূমিপুজোর দিনে ভুলে যায়, তাদের 'রামদ্রোহী' বলা উচিত।"

[শত শত বছর পুরনো বাবরি মসজিদ ভেঙ্গে সেখানে রামমন্দির স্থাপন করছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার।]
করোনা মহামারির জন্য ভারতে এখন ধর্মীয় জমায়েত নিষিদ্ধ থাকলেও প্রস্তাবিত রামমন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানের আশপাশে হাজার হাজার ভক্ত হাজির হয়েছিলেন।
বিবিসি জানিয়েছে - অযোধ্যায় উপস্থিত হওয়া হিন্দু নেতাদের বেশিরভাগই সামাজিক দূরত্ব বিধি বা মাস্ক পরার নিয়ম মানেননি।
উগ্র হিন্দুত্ববাদী শক্তির পৃষ্টপোষক নরেন্দ্র মোদি আজ বাবরি মসজিদের স্থানে বিতর্কিত রামমন্দির নির্মান কাজ শুরু করার সময় বলেন, "ভগবান রামের কাজ না করলে আমার শান্তি কিসে হবে?" ভাষণের আগে ভূমিপুজো করে তিনি প্রস্তাবিত মন্দিরটির গর্ভগৃহ যেখানে তৈরি হবে, সেখানে একটি রুপার ইট রাখেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে বুধবারই নরেন্দ্র মোদী প্রথমবার অযোধ্যায় গিয়েছিলেন।
প্রসঙ্গত : ভারতের অযোধ্যায় শত শত বছর পুরনো বাবরি মসজিদ ভেঙ্গে সেখানে আদালতের প্রহসনের রায়ের মাধ্যমে মসজিদের জায়গা দখল করে রামমন্দির নির্মান কাজ শুরু করেছে ভারতের উগ্রবাদী দল বিজেপি প্রধান নরেন্দ্র মোদি।
ঘটনাপ্রবাহ : ঐতিহাসিক বাবরি মসজিদ থেকে বিতর্কিত রামমন্দির
আরএসএস থেকে বিজেপি : হিন্দুত্ববাদের উত্থান ও বাংলাদেশে ইসলাম
ঐতিহাসিক বাবরি মসজিদ: কিছু প্রসঙ্গ কথা
বাবরি মসজিদ ভাঙার ২৭ বছর
বাবরি মসজিদ-রাম মন্দির মামলার রায়
অযোধ্যায় মসজিদ নির্মাণের ৫টি জায়গা চিহ্নিত
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.