দেশের খ্যাতনামা ইসলামিক সংগিত শিল্পীগোষ্টি কলরবের সম্মিলিত আয়োজনে প্রকাশিত হয়েছে পবিত্র ঈদু্ল আযহার মনকাড়া সংগিত 'কুরবানী এলো রে...'।
ইউটিউবে ইসলামি সংগিত প্রকাশের বৃহত চ্যানেল 'হলিটিউনে' আজ (২৮ জুলাই) সংগিতটি প্রকাশ পেয়েছে। দীর্ঘদিন পর কলরব শিল্পীগোষ্ঠির সিনিয়র, জুনিয়র, কিশোর ও শিশুসহ সকলশিল্পীদের সম্মিলিত অংশগ্রহণে কোনো সংগিত প্রকাশ পেলো আজ।
সংগিতটিতে কলরবের কন্ঠ দিয়েছেন যারা - কলরব শিল্পীগোষ্ঠির নির্বাহী পরিচালক সাঈদ আহমদ, হলিটিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামান, কলরবের সিনিয়র শিল্পী আমিনুল ইসলাম মামুন, ইয়াসিন হায়দার, আবু রায়হান। আরও ছিলেন - ইকবাল মাহমুদ, হোসাইন আদনান, ইলিয়াস আমিন, মাহফুজুল আলম, সাঈদুজ্জামান নূর, তাওহীদ জামিল, আবির হাসান, আহনাফ খালিদ, জাহিদ হাসান, ফজলে এলাহী সাকিব, গালিব বিন আজাদসহ আরও অনেকেই সংগিতটিতে কন্ঠ দিয়েছেন।
সম্মিলিতভাবে সংগিতটি লিখেছেন তানভির আজিজ, সাকিব এবং আবদুল করীম। সূর করেছেন - মুহাম্মাদ বদরুজ্জামান। সংগিত পরিচালনায় ছিলেন তানযিম রেজা। রেকর্ডিং করেছেন মাহফুজুল আলম। ভিডিও পরিচালনায় ছিলেন - এইচ আল হাদী।
এছাড়াও বড় আয়োজনের এই সংগিতটিতে আরও অনেকেই বিভিন্নভাবে সংযুক্ত ছিলেন। সব মিলিয়ে মনকাড়া ভিডিও ও উত্তরার দৃষ্টিনন্দন লোকেশনে চিত্রায়িত সংগিতটি দর্শক চাহিদার শীর্ষে থাকবে বলেই ধারণা করছেন সংগীতবোদ্ধারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে ইউটিউবে সংগিতটি প্রায় ২৩ হাজার মানুষ দেখে ফেলেছে।
সংগিতটি সম্পর্কে হলিটিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামান বলেন - তানভির আজিজ সাকিব ও আব্দুল করিম, উনাদের দুইজনের দুইটা লিরিক মিলে একটি গজল। আমার (মুহাম্মদ বদরুজ্জামানের) দুইটা সুর মিলিয়ে তৈরি হওয়া "কুরবানি" গজলটি গেয়েছেন প্রায় পনেরোজন কলরবের শিল্পী । সাউন্ড ডিজাইনে তানজিম ভাইয়ের অদম্য প্রচেষ্টা ছিলে। বরাবরের মত মাহফুজুল আলমের গুড কো-অপারেশন। হাদী ভাইয়ের নিপুণ সৃষ্টিশীলতায় ইদানীংকালের বড় ভিডিও আয়োজন। সব মিলিয়ে এভাবেই সেজেছে "কুরবানি" গজল।
সংগিতটির লিরিকেও ছিলো নতুনত্ব। লিরিকটি নিম্নরূপ :
দুনিয়া জুড়ে এলো আবার খুশির হাওয়া
ত্যাগের মহিমা নিয়ে এলো ঈদুল আজহা
আনন্দে মন যেন ছোঁয়ে যায় আকাশ
আগামীর পথে আসে সুখের বাতাস
বিলিয়ে দিবে কোরবানির প্রাণী
ধুয়ে মুছে সাফ হবে সকল গ্লানি
কোরবানি এলো কোরবানি
আজ ধনী গরীব সবাই সমান
বাদশাহ ফকির বাদ
জেড়ে ফেলো আজ মান অভিমান
কোরবানির ইরশাদ
বিলিয়ে দিবে কোরবানির প্রাণী
ধুয়ে মুছে সাফ হবে সকল গ্লানি
এই কুরবান এই কুরবান সহজ কিছুইতো নয়.
সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয়
স্বপ্নে ওয়াহী করেন নাজিল বলেন হে খলিলুল্লাহ.
করো কুরবান খোদার রাহে তোমারী প্রিয় জবীহুল্লাহ
জাতির পিতার স্বপ্ন ভেঙ্গে চিন্তিত ওহে আল্লাহ
ভিডিও :