অ্যাথেন্সের রাফিনার আনালিপিসোস চার্চের পুরোহিত ইভাঞ্জেলাস পাপনিকোলাউ বলেছেন 'তুরস্কের আয়াসোফিয়া মসজিদ হিসেবে তুর্কিদের হাতেই বেশি সুরক্ষিত থাকবে, কারণ তারা ধর্মীয় উপাসনালয়কে সর্বোচ্চ সুরক্ষা দিয়ে থাকে।' এমনকি তুর্কিরা গ্রীসের অনেক গির্জাও সুরক্ষা দিয়েছিলো বলে উল্যেখ করেন তিনি।
গ্রীক অর্থোডক্সের এই পুরোহিত আরও বলেছেন, তুর্কিরা যদি আয়াসোফিয়াকে সুরক্ষা না দিত তবে তা অনেক আগেই ধ্বংশ হয়ে যেতো। নকি তুর্কিরা গ্রীসের অনেক গির্জা রক্ষা করেছিল এবং তা বন্ধ করে দেয়নি। যে কোনো ধর্মীয় বিষয়ের দিকেই তুর্কীদের ভালো ভূমিকা রয়েছে বলে তিনি উল্যেখ করেছেন।
আয়াসোফিয়া মসজিদে রূপান্তরিত হওয়ার অর্থোডক্স গির্জার কোনো বড় পুরোহিতের এটাই প্রথম মতামত প্রকাশ। এমনকি এ মতামত গ্রীসের কোনো পুরোহিত থেকে আসায় আরও বেশি গুরুত্ব পেয়েছে।
এমনকি তিনি একটি বিখ্যাত উক্তি করে বলেছেন - "I would rather see a Turkish turban in the midst of the City (i.e., Constantinople) than the Latin mitre" অর্থাৎ "আমি বরং লাতিন যুগ তথা কনস্ট্যান্টিনোপল এর তুলনায় শহরের মধ্যে তুর্কি পাগড়ি দেখতে পাচ্ছি"।
এমনকি তিনি আয়াসোফিয়াকে মসজিদের হারানো গৌরবে ফিরিয়ে আনার বিষয়টি উল্লেখ করে বলেন "সম্ভবত আমাদের এটাকে হতাশার বদলে নয় বরং সংশোধন হিসাবে গ্রহণ করা দরকার।" সূত্র : আনাদুলু।
আয়াসোফিয়া সংশ্লিষ্ট সংবাদ পড়ুন :
এ বিজয় সুস্পষ্ট বিজয় : আয়াসোফিয়ার জুমার তেলাওয়াতে ইমাম
আয়া সোফিয়া উদ্বোধনে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন এরদোগান
যাদুঘর থেকে মসজিদে রূপান্তরিত হলো বিখ্যাত আয়া সোফিয়া
ঐতিহাসিক আয়া সোফিয়া নিয়ে ঐতিহাসিক টক-শো : একটি বিশ্লেষণ
মসজিদ হিসেবে আয়াসোফিয়ার ‘নেমফলক’ বসালেন এরদোগান দম্পতি
এক মহা উদ্বোধনের অপেক্ষায় আয়া সোফিয়া : আজ হবে প্রথম নামাজে জুমা
আয়াসোফিয়ার মত বাবরি মসজিদও তার স্বরূপে ফিরে যাবে : মাসুদ আজহার
‘আয়াসোফিয়া’ তলোয়ার দিয়ে যারা জয় করেছে তারাই মালিক হবে : নুমান কর্তুলমুস
আয়াসোফিয়া নিয়ে কারও নাক গলানো মেনে নেওয়া হবে না : এরদোগান
ইস্তাম্বুলের চিঠি : আয়া সোফিয়ার আজানে ইস্তাম্বুল বিজয়ের আনন্দ
আয়াসোফিয়ার মতো বায়তুল মুকাদ্দাস ও বাবরি মসজিদও পুনরুদ্ধার করা হবে: আল্লামা বাবুনগরী