দু’মুঠো ভাত
হেলাল উদ্দীন হাবিবী
দুপুর বেলার দু’মুঠো ভাত
যোগার করার জন্যে,
সকাল থেকেই কাগজ টোকাই
হন্য হয়ে হন্যে।
কিন্তু তবু পেট্টা ভরে
পাইনা খেতে ভাত,
নিরাশ হয়ে সন্ধাবেলা
ফুটপাতে হই কাত।
দুঃখ-ব্যথায় ছোট থেকে
হলাম যখন বড়,
একটি লোকে অস্ত্র দিয়ে
বললো জীবন গড়।
সেদিন থেকে নাম লিখালাম
সন্ত্রাসীদের খাতায়,
এই ইতিহাস লিখবো আমি
কোন কাগজের পাতায়?