স্বাস্থ্য অধিদপ্তরের (হাসপাতাল ও ক্লিনিক) নতুন পরিচালক হিসেবে ডা. মো. ফরিদ হোসেন মিঞাকে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয় । বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়েছে
ফরিদ হোসেন এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে উপপরিচালক (এমবিডিসি) ও প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের পদ থেকে সরিয়ে ডা. মো. আমিনুল হাসানকে অফিসার অন স্পেশাল ডিউটিতে (ওএসডি) রাখা হয়েছে।
আগামী তিন কর্ম দিবসের মধ্যে তাদের বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগের পর শুরু হয়েছে অধিদপ্তরের ঢেলে সাজানোর কাজ। এর অংশ হিসেবে অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত (ওএসডি) করা হয়েছে।###
এনএইচ/পাবলিক ভয়েস