সমালোচনার মুখে পদত্যাগ করায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।
তথ্যমন্ত্রী বলেন, তার (স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক) পদত্যাগ সরকারি এই অফিসটিকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করি। তাছাড়া স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে জনমনে অনেক অসন্তুষ্টি তৈরি হয়েছিল। বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তাব্যক্তিদের নিয়ে।
সেই প্রেক্ষাপটে তার পদত্যাগ স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মনে করি, যোগ করেন তিনি।
এদিকে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। তবে ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরই তার চাকরির অবসান হবে বলে জানা গেছে।
এ সময় গণমাধ্যমকর্মীদের সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকরা অত্যন্ত মেধাবী, প্রাজ্ঞ এবং সুলেখক। তাদের রিপোর্টিং সমাজের তৃতীয় নয়ন খুলে দিতে পারে। ভাষাহীনকে ভাষা দিতে ও ক্ষমতাহীনকে ক্ষমতাবান করতে পারে। যা অনেক সাংবাদিক নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন।
তবে কিছু সাংবাদিক পরিচয়ধারী, যারা আসলে সাংবাদিক নয়, তাদের কারণে পুরো সাংবাদিক সমাজের বদনাম হতে পারে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে। সমস্যাটি ঠিক করতে কিছুটা সময় লাগবে। সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
এমএম/পাবলিকভয়েস