প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য (এমপি) মীর মোস্তাক আহমেদ রবি। এছাড়াও জেলাটিতে গত ২৪ ঘণ্টায় পাঁচ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এতে করে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৯১ জনে দাঁড়িয়েছে।
এ বিষয়ে জেলার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, ১৩ জুলাই, সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য এমপি মীর মোস্তাক আহমেদ রবি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এদিকে সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ জানায়, খুলনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা রিপোর্টে ছয়জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
সিভিল সার্জন জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
ওয়াইপি/পাবলিক ভয়েস