কলরবের নতুন শিশু শিল্পী হুজাইফা ইসলামের কন্ঠে 'কত জানাযার পড়েছি নামাজ' শীর্ষক একটি ইসলামিক গজল প্রকাশিত হয়েছে।
ইউটিউবে ইসলামিক গজল পরিবেশন-এর জনপ্রিয় চ্যানেল হলিটিউনে আজ (৮ জু্লাই) রাতে গজলটি প্রকাশ করা হয়।
গজলটিতে কন্ঠ দিয়েছেন শিশুশিল্পী হুজায়ফা ইসলাম। গজলের লিরিক লিখেছেন - আবদু্ল কাদের হাওলাদার। সূর করেছেন - নজরুল ইসলাম। সংগীত পরিবেশন করেছেন - হলিটিউন সিইও মুহাম্মাদ বদরুজ্জামান। সাউন্ড ডিজাইন করেছেন মাহফুজুল আলম।
সঙ্গীতটি সম্পর্কে হলিটিউনের সিইও মুহাম্মাদ বদরুজ্জামান পাবলিক ভয়েসকে বলেন - হুজায়ফা ইসলামের কন্ঠটা প্রচন্ড আকর্ষণীয় এবং সঙ্গীতপ্রেমীদের জন্য হৃদয়ে প্রশান্তি দেওয়ার মত। তার কন্ঠে গজল প্রকাশের জন্য অনেকেই অনুরোধ করেছেন। বিশেষ করে ফেসবুকে হুজায়ফা মাহমুদের একটি গজলের ডেমো প্রকাশ করার পর প্রায় ৩০ হাজার কমেন্ট করা হয়েছে সেখানে। পাঠকের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখেই 'কত জানাযার পড়েছি নামাজ' শিরোনামের জনপ্রিয় গজলটি তার কন্ঠে প্রকাশ করা হয়েছে।
ভবিষ্যতেও হুজায়ফা মাহমুদের কন্ঠে হলিটিউনে আরও কিছু গজল আসবে বলেও জানিয়েছেন বদরুজ্জামান।
প্রসঙ্গত : প্রায় আড়াই মিলিয়ন সাবস্ক্রাইবার সমৃদ্ধ ইসলামিক গজল প্রকাশের ইউটিউব চ্যানেল হলিটিউন বাংলাদেশেগজল প্রকাশের সবচেয়ে বড় প্লাটফর্ম হিসেবে পরিচিত। নিয়মিতই এই চ্যানেল থেকে শ্রোতাগ্রহী গজল প্রকাশ করা হয়।
গজলটি দেখুন :