নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই দেশে বাড়ছে মৃত্যু সংখ্যা। এর মধ্যে প্রায় এক মাসের কাছাকাছি সময়ের পরে মৃত্যু সংখ্যা বিশ-এর ঘরে এলো। প্রায় একমাস ধরেই মৃত্যু সংখ্যা ৩০-এর ঘরে উঠানামা করে ৪০ এর ঘরেও গিয়ে ঠেকেছে। এমনকি ৩০ জুন ৬৪ জন ছিলো একদিনে মৃত্যু সংখ্যা। এবং সর্বশেষ ৮ ই জুন মৃত্যু সংখ্যা বিশ-এর ঘরে অর্থাৎ ২৭ জন ছিলো।
আজ শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আজ শনিবার সকাল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ১১ লাখ ৯৭ হাজার ২৮১ জনে। শুক্রবার আক্রান্তের সংখ্যা এক কোটি আট লাখের কিছু বেশি থাকলেও একদিনের ব্যবধানে তা বেড়েছে দুই লাখের বেশি।
বিশ্বের করোনাভাইরাসের পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ১৯৭ জনে এবং প্রাণঘাতী এ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৩ লাখের বেশি মানুষ।
#আরআর/পাবলিক ভয়েস