পাবলিক ভয়েস : রাজধানীতে মাদকদ্রব্যসহ ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত।
গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার (১৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এক বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। ডিএমপি জানায়, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৪৯৭ পিস ইয়াবা, ৩১৬ গ্রাম হেরোইন, ১৩৫ বোতল ফেন্সিডিল, ১৯২ ক্যান বিয়ার, ১.৫ লিটার দেশি মদ, ২৪টি ইনজেকশন ও ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে।