প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২০, ১০:২৫ অপরাহ্ণ
বেফাকের মিটিং : যে সব পরামর্শ দেওয়া হলো কওমী মাদরাসাসমূহকে

বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের সর্ববৃহৎ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ পক্ষ থেকে করা কালীন সময়ে দেশের কওমি মাদ্রাসা সমূহের বর্তমান পরিস্থিতি বিষয়ক এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে
আজ (শনিবার ২৭জুন) যাত্রাবাড়ী বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় অফিসে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও বেফাকের সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা।
সভায় পরামর্শের আলোকে দেশের কওমী মাদরাসাসমূহকে বর্তমানে করোনা পরিস্থিতির সময় করণীয় ও নিজেদের কার্যক্রম সম্পর্কে পরামর্শমূলক কিছু সিদ্ধান্ত জানানো হয়।
সিদ্ধান্তসমূহঃ
- বর্তমান নাজুক পরিস্থিতিতে আর্থিক কষ্টে প্রতিয়মান শিক্ষক সমাজের প্রতি মাদরাসা কর্তৃপক্ষ যেন অনুগ্রহ পূর্বক দয়ার্দ্র আচরণ করেন। তাদের চাহিদা ও সমস্যার প্রতি সদয় দৃষ্টি প্রদান করেন। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন শিক্ষকদের বেতন আদায়ে বিশেষ যত্নবান হন। অপরদিকে আর্থিক সমস্যায় জর্জরিত মাদরাসার শিক্ষক সমাজও ধৈর্যধারণ করবেন। মাদরাসা কর্তৃপক্ষের সাথে রূঢ় আচরণ করবেন না।
- যে সকল মাদরাসা ভাড়া বাড়িতে অবস্থিত, সে সব বাড়ির মালিকদের প্রতি আহবান জানানো হয়, তারা তাদের বাড়িতে মাদরাসা স্থাপনের অনুমতি দিয়ে যে দ্বীনি কাজে সহায়তার ন্যায় মহৎ কাজ করেছেন, সে মহৎ কাজের অংশ হিসেবে আশা করি, তারা মাদরাসাগুলো বহাল রাখবেন। এ পর্যায়ে তারা ভাড়া ৫০% কমানো, বিলম্বে ভাড়া প্রদানের অনুমতি ও বাড়িতে মাদরাসা বহাল রাখা ইত্যাদি কাজের মাধ্যমে দ্বীনি ইলমের খেদমতে শামিল থাকবেন।
- আরো এক সিদ্ধান্তে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে কওমী মাদরাসাগুলো বন্ধ থাকায় একদিকে যেমন লেখাপড়া হচ্ছে না, অপরদিকে মাদরাসাগুলো আর্থিক অসচ্ছলতার শিকার হয়ে আছে। এ অবস্থায় সরকারী প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে এসব মাদরাসাকে নানাবিধ প্রশ্ন করে পেরেশান করা হচ্ছে। এ পর্যায়ে প্রশাসনের বরাবরে আহবান জানানো হয়, তারা যেন মাদরাসা কর্তৃপক্ষকে পেরেশান না করে এসব দ্বীনি প্রতিষ্ঠানকে দ্বীনি কাজ আঞ্জামে সার্বিক সহাযোগিতা করবেন।
সভায় উপস্থিত ছিলেন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা নূরুল ইসলাম, খিলগাও, মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব, মধুপুর, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জি, মাওলানা মাহফুযূল হক, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া প্রমুখ।
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.