মধ্যরাতে আগুনে পুড়েছে রাজধানীর কমলাপুরের টিটিপাড়া মেথর পট্টির বস্তি। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নির্বাপণ করা সম্ভব হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।
রাসেল শিকদার বলেন, ‘আগুনের ঘটনা জানা মাত্রই ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট পৌঁছে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাত ৩টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।’
রাসেল শিকদার আরো বলেন, ‘তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া বস্তির ভেতরে কতগুলো ঘর পুড়েছে, তাও এখনো জানা যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে, তা জানা সম্ভব হয়নি এখনো। তদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।’
এনএইচ/পাবলিক ভয়েস