
এম.এস আরমান,নোয়াখালী: গতকাল (২৩ জুন) রোজ মঙ্গলবার দৈনিক সমকাল পত্রিকায় প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি এবং আনন্দ টিভি ও ডেইলি অবজারভার পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি হাসান ইমাম রাসেল কে নিয়ে মিথ্যে সংবাদ প্রচারের অভিযোগে আজ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সদস্যবৃন্দের আয়োজনে আজকের মানববন্ধনে বক্তারা বলেন হাসান ইমাম রাসেল হচ্ছে কোম্পানীগঞ্জের প্রথম শারির একজন সাংবাদিক এবং করোনা প্রতিরোধ কমিটির সদস্য,করোনা মহামারিতে মানুষের সচেতনতায় নিজের জীবনবাজি রেখে প্রশাসনের পাশাপাশি রাতদিন মাঠে ময়দানে অক্লান্ত পরিশ্রম করে সচেতন মহলে প্রশংশিত হওয়ায় হিংসাত্বক মনোভাব নিয়ে তার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারে লিপ্ত হচ্ছে স্বার্থান্বেষী কিছু সাংবাদিক।
বক্তারা বলেন,হাসান ইমাম রাসেল কোম্পানীগঞ্জের একমাত্র সাংবাদিক যাকে রাতের গভিরেও মানুষের দূয়ারে দূয়ারে ত্রান সামগ্রী নিয়ে ছুটে যেতে দেখেছে কোম্পানীগঞ্জের মানুষ,মৃত্যুর ভয়কে উপেক্ষাকরে সচেতনতার তথ্যনিয়ে ছুটে গিয়েছেন করোনায় আক্রান্ত রুগির বাড়ি,ব্যবসায়ীদের সচেতনতায় কখনো হয়েছে নম্র কখনো হয়েছেন কঠোর।
বক্তারা আরো বলেন,হাসান ইমাম রাসেল দীর্ঘ ৪ মাস কোম্পানীগঞ্জের মানুষের জন্য করোনা যোদ্ধা হিসেবে কাজ করে অবশেষে নিজেই করোনায় আক্রান্ত হলেন,তার আক্রান্তের খবর উপজেলায় ছড়িয়ে পড়লে সচেতন মহলে নেমে আসে শোকের ছায়া,আমাদের সচেতনতায় এগিয়ে এসে যেই মানুষটি আজ মৃত্যুর মুখে দাড়িয়ে সেই মানুষটির বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার কোনো নৈতিক সাংবাদিক বা সংবাদ পত্রের কাজ হতে পারেনা বলে মন্তব্য করেন প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ।
প্রেসক্লাবের সহ সভাপতি নাজিম উদ্দিন নিজামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সেক্রেটারী গিয়াস উদ্দিন রনি, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক রহমত উল্যাহ, সাংবাদিক নাছির উদ্দীন,সদস্য কামরুল হাসান, সাহাব উদ্দিন সোহাগ, ইমাম হোসেন খাঁন, এম.এস আরমান, রাসেল মাহমুদ, কামরুল হাসান রুবেল, সাইফুর রহমান জনি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কোম্পানীগঞ্জের সদস্য নুর নবী রাকিব সহ অন্যান্যরা।
ওয়াইপি/পাবলিক ভয়েস