কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার কক্সবাজার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তার করোনা শনাক্ত হয়। গত কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করলে ডাক্তারের পরামর্শে বৃহস্পতিবার করোনার স্যাম্পল জমা দেন বদি ও তার স্ত্রী ওই আসনের বর্তমান সংসদ সদস্য শাহিন আকতার।
আজ শুক্রবার রিপোর্টে বদির করোনা শনাক্ত হলেও তার স্ত্রীর শরীরে সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে এমপি বদির প্রেসসচিব হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, পাঁচ-ছয়দিন জ্বরে ভোগার পর বৃহস্পতিবার (১৮ জুন) বদিকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। পরে সন্ধ্যা পৌনে ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
হেলাল আরও বলেন, বদি এবং তার স্ত্রী একসঙ্গে নমুনা দিয়েছিলেন। এরমধ্যে বদির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে তার স্ত্রীর শরীরে টায়ফয়েড ধরা পড়েছে। বর্তমানে তিনি কক্সবাজারে নিজ বাসায় আছেন।
বিজ্ঞাপন
[caption id="attachment_79953" align="aligncenter" width="640"] আহমাদ অ্যাডুকেশন || ভর্তি।[/caption]
ওয়াইপি/পাবলিক ভয়েস