হাটহাজারী মাদরাসার মজলিশে শুরার মিটিং কাল

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

দীর্ঘ টানাপোড়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনার মধ্যেই আগামীকাল বুধবার (১৭ জুন) সকাল ১০টায় উম্মুল মাদারিস খ্যাত বাংলাদেশের সব চেয়ে বড় ঐতিহ্যবাহী কওমী মাদ্রাসা চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মজলিশে শুরার মিটিং অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী সুস্থ হয়ে মাদরাসায় ফেরার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক বিশ্বস্থ সূত্র।

এবং এতে উপস্থিত থাকতে পারেন হাটহাজারী মাদরাসার শুরার সদস্যগন। তবে পাবলিক ভয়েসের একটি অনুসন্ধানে জানা গেছে – এই রিপোর্ট লেখা পর্যন্ত এই শুরা বৈঠকে হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমন্ত্রণ জানানো হয়নি। পরবর্তিতে জানানো হবে কি না এ বিষয়েও কোন তথ্য পাওয়া যায়নি।

হাটহাজারীতে আলেমদের বাড়ি বাড়ি পুলিশ : বাবুনগরীর উদ্বেগ

এ বিষয়ে হাটহাজারী মাদরাসার সাথে অফিসিয়াল যোগাযোগের চেষ্টা করা হলে তারা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নন বলে পাবলিক ভয়েসকে সাফ জানিয়ে দিয়েছেন।

অপরদিকে হাটহাজারী মাদরাসার আশেপাশের জনগণের মধ্যে এ বিষয়টি নিয়ে একটি চাপা উত্তেজনা বিরাজ করছে বলেও জানিয়েছে একাধিক সূত্র।

এর মধ্যে হাটহাজারী ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী তাঁর ফেসবুক পোস্টে হাটহাজারী মাদরাসার মজলিশে শুরার মিটিং সম্পর্কে জানিয়েছেন –

কাল বুধবার সকাল ১০টায় বাংলাদেশের সব চেয়ে বড় ঐতিহ্যবাহী মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসার মজলিশে শুরার মিটিং অনুষ্ঠিত হবে।

মাওলানা নোমান ফয়েজী আরও লিখেছেন – এতে (শুরা মিটিংয়ে) উপস্থিত থাকতে পারেন শুরার সদস্যগন। যোগ দিতে পারেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দাঃবাঃ, শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী দাঃবাঃ, আল্লামা নুরুল ইসলাম জিহাদী ঢাকা, আল্লামা নোমান ফয়জী মেখল, আল্লামা আব্দুল কুদ্দুস দাঃবাঃ, আল্লামা মুফতি নুর আহমদ দাঃবাঃ সহ শুরা সদস্য গন।

একই সাথে তিনি আরও লিখেছেন – হাটহাজারীবাসী তথা পুরো বাংলাদেশের নজর এখন হাটহাজারীর দিকে, সবাই আশা করছে এই শুরার তেমন কোন নতুন সিদ্ধান্ত নাও আসতে পারে। সব কিছুই আগের অবস্থা বহাল থাকতে পারে। আবার কিছু পরিবর্তন হতেও পারে।

এবং তিনি মানুষ শান্তি চান উল্লেখ করে বলেন – মানুষ শান্তি চায়, আমরাও শান্তির পক্ষে।

এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শুরা মিটিংয়ে দাওয়াত দেওয়া নিয়ে তিনি জানিয়েছেন – শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী মাদ্রাসার সহযোগী পরিচালক হিসেবে এমনিতেই শুরার সদস্য হওয়া সত্বেও শুরারর মিটিং দাওয়াত পেয়েছেন কিনা জানা যায়নি।

এত কিছুর পর শান্তি পুর্ন স্বাভাবিক পহ্নায় সব কিছু হবে বলে বিশ্বাস করেন সবাই। আল্লাহ পাক দেশ ও জাতির আমানত কে হেফাজত করুক।

এ বিষয়ে পাবলিক ভয়েসের পক্ষ থেকে জাকারিয়া নোমান ফয়েজী সাথে আরো বিস্তারিত আলাপ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি ফেসবুক মেসেঞ্জারে উনাকে নক করা হয়েছিল কিন্তু তিনি জবাব দেননি।

মাওলানা জাকারিয়া নোমানের ফেসবুক পোস্ট :

মন্তব্য করুন