আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী ঢাকার কিছু এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এলাকাগুলো হল- বনানী, মহাখালী, ক্যান্টনমেন্ট ও তার আশেপাশের এলাকা। আবাসিক গ্রাহক থেকে শুরু করে ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি- সবার জন্য এই নির্দেশনা প্রযোজ্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বনানী রেলস্টেশন হতে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজ চলছে এই সময়। তাই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মহাখালী ডিওএইচএস আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, শহীদ তাজউদ্দীন এভিনিউ আবাসিক এলাকা ছাড়াও পুরো বনানীজুড়ে এই সমস্যা দেখা দেবে। আশপাশের আরো কিছু এলাকার বাসিন্দারাও গ্যাস সংকটে পড়তে পারেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে এজন্য দুঃখও প্রকাশ করা হয়।
এমএম/পাবলিকভয়েস