
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৫ জুন) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। থানায়ই আইসোলেশনে রয়েছেন।
বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জে করোনা শনাক্ত হওয়ার পর থেকেই মানুষকে সচেতন করতে দিন-রাত ফতুল্লার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন ওসি আসলাম হোসেন। করোনার কারণে অসহায়-কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন, খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। করোনা থেকে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ওসি আসলাম হোসেন।
ওয়াইপি/পাবলিক ভয়েস