দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এ ছুটি বাড়ানো হয়েছে ।
আজ (১৫ জুন) সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দীর্ঘায়িত করা হয়েছে।
ছুটির এ সময়ের মধ্যে বাসায় থেকে শিক্ষার্থীদের পড়ালেখা করার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরির শিক্ষার্থীদের জন্য প্রতিদিন সংসদ টেলিভিশনে সম্প্রচারিত ক্লাসগুলো দেখার নির্দেশনা দেয়া হয়েছে। ক্লাস শেষে শিক্ষার্থীদের বাসার কাজগুলো নিয়মিত করারও পরামর্শ দেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর বাসার কাজের ওপর ধারাবাহিক মূল্যায়ন করা হবে বলে জানা গেছে।
বৈশ্বিক করোনাভাইরাস মহামারি রুপ নেয়ার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকতে পারে।###
এনএইচ/পাবলিক ভয়েস