মহামারি করোনাভাইরাসের কবল থেকে দেশ ও জাতির মুক্তি কামনায় জাতীয় সংসদ ভবনে মোনাজাত করা হয়েছে। এ সময় কান্নায় ভেঙে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ সদস্যরা। আজ রোববার সংসদ অধিবেশন চলাকালে এ মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
বাংলাদেশের মাটি থেকে করোনা নির্মূলের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, হে আল্লাহ! আমাদেরকে তুমি করোনাভাইরাসের কবল থেকে সুরক্ষা দান কর। দেশ এবং বিশ্বের মাটি থেকে ভাইরাসটিকে নির্মূল করে দাও। তোমার গজব তুমি তুলে নাও। দেশের মানুষের প্রতি রহমত বর্ষণ কর। রহমতের শামিয়ানা দিয়ে বাংলাদেশকে ঢেকে দাও।
আমাদেরকে হেফাজত কর এবং আমাদের মন্ত্রিপরিষদের সদস্যদের হেফাজত কর। বিশেষ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেফাজত কর। তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই চলার পথকে তুমি সুগম করে দাও।
এ সময় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন, সবার রুহের মাগফেরাত কামনা করা হয়। মোনাজাতে বার বার কেঁদে ফেলেন ডেপুটি স্পিকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোনাজাতে ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে করে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের মধ্যে যার হাত পছন্দ হয়, তার উছিলায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উছিলায় তুমি আমাদের সকলের দোয়া কবুল কর। এই মহামারিতে নাসিম ভাই, আব্দুল্লাহ ভাইসহ সমস্ত সহকর্মীরাসহ বাংলাদেশের যত নারী-পুরুষ ইন্তেকাল করেছেন, তুমি তাদের সকলকে বেহেস্ত নসিব কর।
কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে তওবা করে তিনি বলেন, ‘আল্লাহ তুমি বলেছ, তওবা পছন্দ কর। আমরা তওবা করছি, আর গুনাহ করব না। ভালোভাবে চলার চেষ্টা করব। দয়া করে তুমি রহমত দান কর। তুমি যদি আমাদের খালি হাতে ফিরিয়ে দাও তাহলে তোমার নামের প্রতি অমর্যাদা হবে। আমাদের খালি হাতে ফিরিয়ে দিয়ে তোমার কী লাভ? তারপরও কি তুমি আমাদের প্রতি রহমত করবে না?’
এমএম/পাবলিকভয়েস