পাবলিক ভয়েস : খুলনা মহানগরের আট থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ২২ মাদকবিক্রেতাসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)।
গতকাল শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে আজ শনিবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার সকালে কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করেন।
মনিরুজ্জামান মিঠু জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন থানা এলাকা অভিযান চালিয়ে ২২ মাদকবিক্রেতাসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৩১ পিস ইয়াবা, ২৪৫ গ্রাম গাঁজা ও একটি একনলা বন্দুক জব্দ করা হয়।