সড়ক দুর্ঘটনায় রাজশাহীর গোদাগাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই ল্যান্স নায়েক নিহত হয়েছেন। আজ ১৩ জুন, শনিবার সকালে উপজেলার সারাংপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এ সময় আরো অন্তত ৪ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন বিজিবির রাজশাহী ৫৩ ব্যাটালিয়নের সদস্য ল্যান্স নায়েক জুবায়ের (৩৪) ও ল্যান্স নায়েক আবু সাঈদ (৩৫)। আহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
জানা গেছে, আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিজিবির নিজস্ব গাড়িতে করে বিজিবি সদস্যরা রাজশাহীর দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে গাড়িটি গোদাগাড়ী সরকারি কলেজের পাশে সারাংপুর এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
বিজিবির গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ল্যান্স নায়েক জুবায়ের। আরো ৫ জন এসময় আহত হন।
হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ল্যান্স নায়েক আবু সাঈদের মৃত্যু হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
এমএম/পাবলিকভয়েস