সময়ের সঙ্গে মহামারি রূপে বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর কারণে এবারের হজযাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।বৃহস্পতিবার (১১ জুন) পুত্রাজায়াতে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফল মোহাম্মদ আল বাকরি এই ঘোষণা দেন।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ার ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রা বাতিলের পাশাপাশি পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের বিষয়টি আরও জোরদার করা হবে এবং শিগগিরই কুরবানিবিষয়ক নির্দেশনাও জারি করা হবে।
এর আগে কোভিড-১৯ মহামারির মধ্যে চলতি বছর হজে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইন্দোনেশীয় মুসলমানরা। সৌদি কর্তৃপক্ষ হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হওয়ায় বৃহত্তম মুসলিম দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
এ দিকে, মালয়েশিয়ায় এখন পর্যন্ত মোট ৮ হাজার ৩৬৯ জনের দেহে মরণব্যাধি করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। পাশাপাশি দেশটিতে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮৮ জন।
বৃহস্পতিবার দেশটিতে ২৪ ঘণ্টায় সর্বমোট ৩১ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
উল্লেখ্য, করোনা সংকটের কারণে মার্চে ওমরাসহ মক্কা-মদিনায় অনেক ধর্মীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব। মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে দেওয়া বিধিনিষেধ শিথিল করে দুই মাসেরও বেশি সময় পর সৌদি আরবের মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে।
জুলাই আর আগস্ট মাসে হজের জন্য প্রায় ২৫ লাখ মানুষ মক্কা এবং মদিনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি সৌদি আরব।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। এমন পরিস্থিতিতে চলতি বছরে হজ যাত্রীদের সংখ্যা কাটছাঁট করে হজ পালনের অনুমতি দেওয়া হতে পারে।
অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কঠোর বিধিনিষেধের মধ্যে প্রতিটি দেশকে তাদের নিয়মিত কোটার ২০ শতাংশ নাগরিককে এবার হজ পালনের সুযোগ দিতে পারবে সৌদি।
প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান জীবনে অন্তত একবার হলেও হজ পালনের ইচ্ছা পোষণ করেন। প্রতি বছর প্রায় ২৫ লাখ মুসলমান মক্কা ও মদিনায় গিয়ে জমায়েত হন।
এমএম/পাবলিকভয়েস