বিশ্বব্যাপী করোনাভাইরাসের দাপিয়ে বেড়ানোর ৬ মাস চলছে। কিন্তু সংক্রমণের হার কমার কোনো লক্ষণ নেই। এক দেশে কিছুটা কমে তো আরেক দেশে বাড়ে। যুক্তরাষ্ট্রে যখন কিছুটা স্তিমিত হলো তখন বেড়ে গেল ব্রাজিলে। তবে মৃত্যু কিছুটা হলেও স্তিমিত হয়েছে। বিশেষজ্ঞদের মত- যত দিন যাবে, এন্টিবডি ততটাই শক্তিশালী হবে। তাতে করে আক্রান্ত হলেও এই ভাইরাসে মানুষের মৃত্যুর ঘটনা কমে আসবে ধীরে ধীরে।
এই মুহূর্তে করোনায় সংক্রমণের সংখ্যা ৭৪ লাখ ৫২ হাজার ১০০ জন। মোট মৃত্যু ৪ লাখ ১৮ হাজার ৮৯৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৭০৫ জন। একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরো ৫ হাজার ১৬৫ জনের।
কিছুদিন আগ পর্যন্ত প্রতিদিন সংক্রমণ থাকতো লাখের নিচে। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো লাখ ছাড়িয়ে গেছে ২৪ এপ্রিলে। দীর্ঘ বিরতির পর ১ লাখ ২৯২ জন শনাক্ত হয়েছিলেন মে মাসের ১৫ তারিখে। ওই মাসেরই ২১ এবং ২২ তারিখে সংক্রমিত হয়েছে লাখের বেশি মানুষ। তারপর ২৭ মে সেই যে লাখের ঘরে সংক্রমণ শুরু হল, আর নামেনি। বরং দৈনিক সংক্রমণ এখন দেড় লাখ ছুঁই ছুঁই।
তবে মৃত্যুর হার কিছুটা নিচের দিকে নামছে। দুই একটি ব্যতিক্রম বাদে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা কমছে ধারাবাহিকভাবে। একসময় নিয়মিতই ৭-৮ মানুষ মৃত্যুবরণ করতেন প্রত্যেক ২৪ ঘণ্টায়। এখন সেটি ৪-৫ হাজার। এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ১৭ এপ্রিলে, ৮ হাজার ৪৩৫ জন।
এমএম/পাবলিকভয়েস