নওগাঁ প্রতিনিধি: ব্যবসায়ীদের দূর্ভোগ লাগবে পুরো মার্কেটের এক মাসের দোকান ভাড়া মওকুফ করে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নওগাঁর গোলাম সারোয়ার সাদী।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা চিন্তা করে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরি বাজারের দ্বীন সুপার মার্কেটের দোকানদারদের দোকান ভাড়া একমাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন তিনি।
এ বিষয়ে গোলাম সারোয়ার সাদী বলেন, ‘‘আমার মার্কেটের দোকান ঘর ভাড়াটিয়াদের মধ্যে কয়েকজন যোগাযোগ করেছিল, তারা বলেছে এই করোনাভাইরাসের সঙ্কটের মধ্যে লকডাউনে দোকান বন্ধ সংসার চালাতেই কষ্ট হচ্ছে, ভাড়া দেব কীভাবে?’’।
তখন আমি তাদের কথা বিবেচনা করে গতকাল মঙ্গলবার বিকেলে ঘোষণা দিয়েছি, ‘আপনাদের গত মে মাসের ভাড়া আমি নেব না। আমার বাবা একজন শিক্ষক ছিলেন তিনি মারা গেছেন, এই মহামারিতে কষ্ট করলে হয়তবা বাবার আত্মা একটু শান্তি পাবে’।
এসময় দোকানদারদের দূর্ভোগে তিনি দেশের সকল মার্কেট মালিকদের এগিয়ে আসারও অনুরোধ জানান তিনি।
/এসএস