রাজধানী ঢাকায় আগামীকাল মঙ্গলবার থেকে পূর্ণ মাত্রায় লকডাউন কার্যকর শুরু হচ্ছে। তবে এখনই পুরো ঢাকায় নয়। প্রথমদিন রেড জোন এলাকা হিসেবে চিহ্নিত ধানমণ্ডির পূর্ব রাজাবাজার এলাকা সম্পূর্ণ লকডাউনের আওতাভুক্ত হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য এলাকাও লকডাউন করা হবে।
আজ সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার রাত ১২টা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব রাজাবাজার লাল এলাকা (রেড জোন) সম্পূর্ণ লকডাউনের আওতাভুক্ত হবে।
জানা গেছে, পূর্ব রাজাবাজার লকডাউন করার মাধ্যমে ঢাকায় শুরু হচ্ছে এলাকাভিত্তিক ভিন্নমাত্রার লকডাউন (অবরুদ্ধ) কার্যক্রম। প্রাথমিক তালিকায় ওয়ারির একটি এলাকাও লকডাউন করা হবে। পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য এলাকাও রেড, ইয়োলো ও গ্রিন জোনের হিসেবে লকডাউনের আওতাভুক্ত করা হবে।
লকডাউনের আওতাভুক্ত এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। শুধু রাতে পণ্যবাহী যান চলাচল করতে পারবে। ওষুধ ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য হোম ডেলিভারিও নির্ধারিত ভ্যানে করে কাঁচাবাজার কেনাবেচা করা হবে। অফিস-আদালত এবং অন্যান্য প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। করোনা পরীক্ষার জন্য থাকবে প্রয়োজনীয় সংখ্যক নমুনা সংগ্রহ বুথ।
এমএম/পাবলিকভয়েস