হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহা পরিচালক আল্লামা শাহ আহমদ শফী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। অনেকটাই অপরিবর্তিত রয়েছে তাঁর অবস্থা।
এ অবস্থায় তাঁর চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নিতে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান রঞ্জন কুমার নাথ ও মেডিসিন বিভাগের প্রধান সুজত পালের নেতৃত্বে এই মেডিক্যাল বোর্ড বৈঠকে বসে।
হাসপাতাল সূত্রে জানা গেছে- আল্লামা শফীর রক্তে অক্সিজেনের মাত্রা ৮৬ এর নিচে নেমে এসেছে। তবে সোমবার সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট কমে এসেছে। কিন্তু তাঁর জ্ঞান এখনো ফিরেনি জানিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের সহযোগী অধ্যাপক প্রণয় কুমার গনমাধ্যমকে বলেন, আহমদ শফি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছিলেন।
জানা যায় - রোববার রাত পৌনে ৯টার দিকে আহমদ শফির হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাটহাজারী থেকে এনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
প্রসঙ্গত : আল্লামা শফীর শারিরীক অবস্থা বিষয়ে পাবলিক ভয়েসের পক্ষ থেকে আল্লামা শফীপুত্র আনাস মাদানীর কাছে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি তবে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী পাবলিক ভয়েসকে জানিয়েছেন - আল্লামা শফী বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
#আরআর/পাবলিক ভয়েস