করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান মারা গেছেন।
মহানগর উত্তরের দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক বলেন, ‘হাসান ভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাত ৯টা ৪০ মিনিটে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন’।
এবিএমএ রাজ্জাক জানান, দুইদিন আগে আহসানউল্লাহ হাসানের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ ফল আসে। রাজধানীতে কোনো হাসপাতালে চিকিৎসার সুযোগ না পেয়ে আশুলিয়ার মশুরিখোলায় গ্রামের বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। শারীরিক অবস্থা অবনতি ঘটলে তাকে শনিবার কুয়েত মৈত্রী হাসপাতালে আনা হয়।
পরিবারের সদস্যরা জানান, কুয়েত মৈত্রী হাসপাতালে আইসিইউ ও ভেন্টিলেটরের ব্যবস্থা না থাকায় তাকে গ্রামের বাড়িতে ফিরিয়ে নেয়া হয়।
আজ সকাল থেকেই তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। দ্রুত তাকে গ্রামের বাড়ি থেকে এনে বহুকষ্টে গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিলো।” পরবর্তিতে আজ রাতে তিনি মারা গেছেন।
৬৫ বছর বয়সী আহসানউল্লাহ হাসান স্ত্রী রিনা হাসান, দুই ছেলে সোহরাব আল হাসান ও সাকিব আল হাসানকে রেখে গেছেন।
রাজ্জাক বলেন, আইসিইউ ও ভেন্টিলেটরের জন্য রাজধানীর ছোট-বড় সব হাসপাতালে আমরা গত দুইদিন হন্যে হয়ে ঘুরেছি। কোথাও চিকিৎসার সুযোগ পাওয়া যায়নি।
একাদশ নির্বাচনে আহসানউল্লাহ হাসান ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন। এছাড়া তিনি টানা তিন দফায় ঢাকা সিটি করপোরেশনে মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কমিশনার ছিলেন। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
ঢাকা সিটি করপোরেশন দুইভাগে বিভক্তির পর ২০১৭ সালে মহানগর উত্তরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান হাসান।
আহসানউল্লাহ হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সভাপতি এম এ কাইয়ুম, সবশেষ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনও শোক প্রকাশ করেছেন।
#আরআর/পাবলিক ভয়েস