
এক পুলিশ কর্মকর্তা কর্তৃক হাঁটু দিয়ে গলা চেপে ধরে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো যুক্তরাষ্ট্র। এর রেশ পার্শ্ববর্তী দেশ কানাডাতেও ছড়িয়ে পড়েছে। রাজধানী টরোন্টোতে বর্ণবাদবিরোধী বিক্ষোভে জড়ো হয়েছে হাজারো মানুষ। সেই বিক্ষোভে সংহতি জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিক্ষোভকারীদের মাঝে হাঁটু গেড়ে কিছু সময় বসে থাকেন তিনি।
এনডিটিভির বরাতে জানা যায়, ট্রুডো কালো মাস্ক পরে ভিড়ের মধ্যে হাঁটু গেড়ে বসেছিলেন। এ সময় নিরাপত্তা রক্ষীরা তাকে ঘিরেছিলো।
গত ২৫ মে একটি ভিডিও ক্লিপ বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডকে গলা চেপে ধরে আছে। তিনি নিঃশ্বাস নিতে না পেরে কাতরাতে কাতরাতে এক সময় মারা যান। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। শুরুর দিকে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করলেও পুলিশের বাধার মুখে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।
কানাডাতেও এর রেশ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হতে শুরু করে। গতকাল শুক্রবার সেখানে সৃষ্টি হয় এক জনসমুদ্র। ট্রুডোকে লক্ষ্য করে তারা ‘স্ট্যান্ড আপ টু ট্রাম্প’ অর্থাৎ ট্রাম্পের সামনে গিয়ে দাঁড়াও এমন স্লোগানও দিয়েছেন।
সেই বিক্ষোভেই যোগ দেন ট্রুডো। বিক্ষোভকারীদের মাঝে তিনবার হাঁটু গেড়ে বসেন। আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানান। তার এমন আচরণ বেশ প্রশংসা কুড়িয়েছে।
এমএম/পাবলিকভয়েস