এসএসসির ফলাফল তো হয়ে গেল, এবার কলেজে ভর্তির পালা। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ে ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে এই কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক।
তিনি বলেন, আগামীকাল (৭ জুন) থেকে কলেজ ভর্তির কার্যক্রম শুরু করার জন্য বোর্ডের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় সেটা নাকচ করে দিয়েছে। সার্বিক প্রস্তুতি ছিল, কিন্তু মন্ত্রণালয় যেহেতু চাইছে না তাই আপাতত কার্যক্রম বন্ধ থাকবে। আরো অন্তত ১ মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হতে পারে একাদশ শ্রেণির ভর্তি।
অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, এখন ভর্তি কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীরা কম্পিউটারের দোকানগুলোকে ভিড় করবেন, প্রয়োজনে তাদেরকে বাইরে বেরুতে হতে পারে। সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে না, মানা হবে স্বাস্থ্যবিধিও। এসব বিবেচনায় নিয়ে পিছিয়ে দেওয়া হল একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। তবে জুলাইয়ের মাঝামাঝি ভর্তি প্রক্রিয়া শুরু হলেও ক্লাস শুরু হতে পারে সেপ্টেম্বরে।
এমএম/পাবলিকভয়েস