করোনা মহামারী সৃষ্ট বিপর্যয়ের লকডাউনে যাওয়ার পর আজ (৫ জুন, শুক্রবার) প্রথম উন্মুক্তভাবে জুমার নামাজ আদায় করা হবে মদিনার মসজিদুন নববীতে।
এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) মসজিদে নববীতে সাধারণ প্রেসিডেন্সি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইমাম-খতিব সংশ্লিষ্ট কর্মকর্তা, সৌদি ধর্মমন্ত্রণালয়ের প্রতিনিধি, স্বাস্থ্যপ্রতিনিধি ও হারামাইন শরীফাইন এর দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
তবে হারামাইন সভাপতি শায়খ আব্দুর রহমন সুদাইস বৈঠকে উপস্থিত না থাকলেও অনলাইনে পর্যবেক্ষণ করেন।
নামাজে ইমামতি এবং জুমার খুতবা দিবেন শায়খ আব্দুল মুহসিন আল ক্বাসিম। এদিকে বাইতুল্লাহ মসিজদ আল হারামে ইমামতি করবেন শায়খ ফয়সাল আল গাজালি। তবে বাইতুল্লায় সর্বসাধারণের জন্য আজকেও আগের মতোই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
[caption id="attachment_78980" align="alignnone" width="570"] গতকাল মসজিদে নববীতে হারামাইনের সাধারণ প্রেসিডেন্সি সভা[/caption]
মসজিদে নববীতে সাধারণ প্রেসিডেন্সি সভা বৈঠক থেকে নামাজ আদায়ায়ের ক্ষেত্রে ৫টি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো:-
মসজিদ আল নববীতে জুমার নামাজে জরুরি নির্দেশনা:
১. শিশুদের জন্য মসজিদে প্রবেশ নিষেধাজ্ঞা থাকবে
২. মুসুল্লিদেরকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে
৩. নামাজাদের সময় বাধ্যতামূলক শারীরিক দূরত্ব রাখতে হবে
৪. মসজিদে ধারণক্ষমতার ৪০ ভাগ মুসুল্লি প্রবেশের পর সর্বসাধারণের প্রবেশ স্থগিত করা হবে
৫. নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় পরস্পরের থেকে দূরত্ব বজায় রাখতে হবে
[caption id="attachment_78982" align="alignnone" width="570"] ভার্চুয়াল মিটিংয়ে হারামাইন সভাপতি শায়খ আব্দুর রহমান আস সুদাইস[/caption]
উল্লেখ্য, গত (১৭ মার্চ) রাতে (স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে) হারামাইন-শরীফাইন এ ঘোষণায় বাইতুল্লাহ এবং মসজিদে নববীতে উন্মুক্ত নামাজের জামাত বন্ধ ঘোষণা করে। হারামাইনে প্রথমে পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধের ব্যপারে ঘোষণা দেওয়া হলেও পরে ২০ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জুমার নামাজও বন্ধের ঘোষণা দেয় হারাইমান শরীফাইন কর্তৃপক্ষ।
এর আগে দেশটির স্বাস্থমন্ত্রলণালয় সৌদি আরবের সর্বোচ্চ উলামা কাউন্সিল এর ফতোয়ার আলোকে জনসাধারণের জন্য দেশের সকল মসজিদে জুমআসহ সকল নামাজ (জামায়াত) বন্ধ করার ঘোষণা দেয়।
তবে মসজিদগুলোতে নিয়মিত আজান চালু থাকে। এর আগে ১৩ মার্চ শুক্রবার সর্বশেষ উন্মুক্ত জুমার জামাত অনুষ্ঠিত হয়েছিলো।
ক্বাবা-মদিনাসহ সৌদি আরবের সকল মসজিদে নামাজ বন্ধ
জুমার নামাজ বন্ধ হলো সৌদির মসজিদুল হারাম ও নববীতেও
/এসএস