পাবলিক ভয়েস : সংরক্ষিত মহিলা আসনের জন্য আ.লীগের ফরম জমা দেয়ার সময় আগামী রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম জমা দিতে আজ শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে উপচে পড়া ভিড় দেখা যায়। আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের বাইরেও ব্যাপক লোক সমাগম ঘটে।
আজ শুক্রবার ফরম বিক্রি ও জমা কার্যক্রম শেষ করার কথা থাকলেও শুধু ফরম বিক্রি কার্যক্রম আজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আতিরিক্ত ভিড়ের কারণে ফরম জমা দেয়ার সময় আগামী রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সময় বাড়ানোর বিষয়টি মাইকে ঘোষণা দেয়া হয়।
এদিকে, আজ শুক্রবার ৫০টি ফরম বিক্রি হয়েছে। এ নিয়ে মোট ফরম বিক্রির সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩৩টি। গতকাল বৃহস্পতিবার বিক্রি হয় ৩২৬টি ফরম। এর আগে দুই দিনে বিক্রি হয়েছে ১০৫৭টি ফরম।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে ৫০টি নারীদের জন্য সংরক্ষিত। এবার ২৯৯ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।
আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আ.লীগ ৪৩টি, জাতীয় পার্টি চারটি, বিএনপি একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে একটি সংরক্ষিত আসন পেতে পারে।