শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: বকেয়া পাওনার দাবিতে খুলনায় বিক্ষোভ পাটকল শ্রমিকরা। সোমবার (১৮মে) রাত সাড়ে ৯ টায় শ্রমিকরা স্বেচ্ছায় খুলনার খালিশপুর জুটমিলের উৎপাদন বন্ধ করে দিয়ে বিক্ষোভে নামে।
ক্ষুব্ধ শ্রমিকরা রাতে কাজ বন্ধ করে খালিশপুরের পিপলস গোলচত্বরে টায়ার জ্বালিয়ে রাজপথে বিক্ষোভ করে।
বিক্ষোভের পর শ্রমিক নেতারা জরুরি বৈঠকে বসেন। শ্রমিক নেতাদের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রমিক নেতারা জানান, করোনা সংকনে রমজানে চরম অর্থ কষ্টে আছেন শ্রমিকরা। এরমধ্যে নিজেদের ন্যায্য প্রাপ্য বকেয়া পড়ে আছে। এজন্য পাওয়া পরিশোধের প্রতিশ্রুত অর্থ না দেয়ায় শ্রমিক পরিবারে হাহাকার পড়ে গেছে। তাই বাধ্য হয়ে শ্রমিকরা বিক্ষেভে নেমেছে।
/এসএস