
করোনাভাইরাসের কারণে দেশের অর্থনৈতিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। তাই চলমান এই সংকট কাটিয়ে উঠতে আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বাংলাদেশের সমুদ্রসীমায় সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনলাইন সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি বৃদ্ধির জন্য অবৈধভাবে মাছ ধরা যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে সব ধরনের মাছ ও ক্রাস্টাশিয়ান্স (চিংড়ি, লবস্টার, কাটল ফিস প্রভৃতি) আহরণ নিষিদ্ধ থাকবে।
মন্ত্রী বলেন, দেশের মানুষের পুষ্টির অভাব দূর করতে হলে মাছের চাষ বৃদ্ধি করা খুবই দরকার। ইতোমধ্যে মাছ চাষে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। পাশাপাশি মাছ চাষের পরিসর আরো বাড়াতে হবে। যেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।
অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে আরো বেশি নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, ধানের বাম্পার ফলনের পাশাপাশি মাছ, মাংস, দুধ এবং ডিমের ক্ষেত্রকে আরো বেশি সমৃদ্ধ করতে হবে। নয়তো করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও সংকট থেকে যেতে পারে।
এমএম/পাবলিকভয়েস