
মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিপর্যস্ত পুরো দেশ। এর মধ্যেই দেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আমফান। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী মঙ্গলবার অথবা বুধবার স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ শনিবার ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। সেখানে বলা হয়, এই ঘূর্ণিঝড়টি তার গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের ওপরও আছড়ে পড়তে পারে।
এ বিষয়ে আজ রাতে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ৮০ শতাংশ। বর্তমানে এটির গতিপথ অনুযায়ী বলা যায়, ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ হয়ে আগামী মঙ্গলবার অথবা বুধবার বাংলাদেশে ঢুকবে। তবে এটির গতিপথ পরিবর্তনও হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার দুপুরে গভীর নিম্নচাপটি ভারতের উড়িষ্যার পারাদ্বীপ থেকে ১ হাজার ৬০ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের দিঘা সমুদ্র উপকূল থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে ছিল। এর প্রভাবে উড়িষ্যা-পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।
রোববার নাগাদ গভীর নিম্নচাপটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর মঙ্গলবার এটির গতি ঘণ্টায় ১৭০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এক্ষেত্রে স্থলভাগের দিকে যতই আসবে ততই এর গতি কমতে থাকবে। পশ্চিমবঙ্গে আঘাতের পর এটি বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে।
এক্ষেত্রে ২০১৯ সালের নভেম্বরে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ ন্যায় এটিও উড়িষ্যার পারাদ্বীপের কাছ থেকে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গের পাশ দিয়ে সুন্দরবনের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। তবে এখনই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এমএম/পাবলিকভয়েস