ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রচারণামূলক টিভি সিরিয়াল তৈরি করছে সৌদি আরবের একজন সাংবাদিক ও লেখক।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আব্দুল হামিদ কাবিন নামে এ সাংবাদিক বলেন, আঞ্চলিক বিভিন্ন দেশের অভিনেতা-অভিনেত্রীদের অংশগ্রহণে এই টেলিভিশন সিরিয়াল তৈরি করা হবে এবং এটি আগামী বছর থেকে জেরুজালেম ও তেল আবিব শহরে শুটিং করা হবে।
[caption id="attachment_77429" align="alignnone" width="570"] আব্দুল হামিদ কাবিন [/caption]
তিনি জানান, এই সিরিয়াল ইসরাইলের টেলিভিশন চ্যানেল এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলোর টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে।
সৌদি রাজ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সাংবাদিক দাবি করেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে রয়েছে সৌদি আরবের জনগণ।
এমএম/পাবলিকভয়েস