পাবলিক ভয়েস: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর নয় বরং ২৯ ডিসেম্বরেই সম্পন্ন হয়েছে এবং ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত ১২.০০ টা বা আরো গভীর রাত পর্যন্ত নির্বাচনের সতীত্ব, পবিত্রতা, ভার্জিনিটি নস্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
নির্বাচন বিষয়ক এক লাইভ টক-শোতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বিকাল ৪.০০ টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয় কিন্তু এটাকে আমরা ৩০ ডিসেম্বরের নির্বাচন না বলে ২৯ ডিসেম্বরের নির্বাচন বলতে পারি। বাংলায় কিছু শব্দ আছে যেমন; কৌমার্য, সতীত্ত্ব, পবিত্রতা ইংরেজিতে যেটাকে বলে ভার্জিনিটি! এই নির্বাচনের ভার্জিনিটি ২৯ ডিসেম্বর সন্ধ্যা থেকে রাত বারোটা কোন কোন ক্ষেত্রে রাত দুইটা পর্যন্ত এই নির্বাচনের সতীত্ত্ব নষ্ট করা হয়েছে।
নির্বাচন সম্পর্কে তিনি অভিযোগ করে বলেন, আমি প্রার্থী হিসেবে অভিযোগ পেয়েছি নির্বাচন আগে রাত থেকেই যে, বিভিন্ন স্থানে রাতে ব্যালট বক্স ভরে রাখা হচ্ছে! আমি সে অভিযোগ সাথে সাথে ইমেইলের মাধ্যমে রিটার্নিং অফিসারদের কাছে পাঠিয়েছি কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি।
তিনি আরো বলেন, একটা নির্বাচনে সামান্য কিছু অনিয়ম হতেই পারে কিন্তু যেখানে পরিকল্পিত অনিয়ম হয় সেখানে চিন্তার বিষয় থাকেই। এ নির্বাচনে সেই পরিকল্পিত অনিয়মই হয়েছে।
প্রসঙ্গত : জেনারেল (অবঃ) ইব্রাহীম বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল কল্যাণ পার্টির চেয়ারম্যান তাকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।