
দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। তবে সংক্রমণের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও তেমন কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত পাঁচ হাজার নার্সের বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবিকার তাগিদে সীমিত পরিসরে কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও কল কারখানা খুলে দিতে বাধ্য হয়েছে সরকার। তাই করোনায় আক্রান্তের সংখ্যাও কিছুটা বেড়েছে। সামনে আরো বাড়বে। তবে রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও তেমন কোনো ক্ষতি হবে না।
তিনি বলেন, জরুরি কাজ ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ অহেতুক বাইরে ঘুরাফেরা করছেন। সংক্রমণ বাড়ার পেছনে এটাও অন্যতম কারণ। তারপরও সরকারের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার কারণেই বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনো কম।
নমুনা পরীক্ষার সংখ্যা গত এক মাসে বহুগুণ বৃদ্ধি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ কারণেই বেশি সংখ্যক আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা যাচ্ছে। যত বেশি রোগী শনাক্ত করা হবে, আক্রান্তের ঝুঁকিও তত কমবে। শিগগিরই দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ১০ থেকে ১৫ হাজারে নিয়ে যাওয়া হবে।
করোনা চিকিৎসায় গতি আনতে প্রধানমন্ত্রীর কাছ থেকে আরো ১৫ হাজার নার্স, মিডওয়াইফারি ও টেকনোলজিস্ট নিয়োগের অনুমোদন পাওয়া গেছে জানিয়ে সদ্য নিয়োগ প্রাপ্ত নার্সদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কোভিড -১৯ রোগীদের সেবায় আলাদারকম দরদ দিয়ে নার্সদের কাজ করা উচিত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সনাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।