যুদ্ধে জর্জরিত সিরিয়ায় প্রায় ৮০ লাখ মানুষ মরণঘাতী করোনাভাইরাসে সংক্রমণের ঝুঁকিতে আছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা (ওএফপি)। সংস্থাটি জানায়, দেশটিতে বাস্তুহারা হয়ে কয়েক লাখ মানুষ ক্যাম্পগুলোতে আছে। এরা সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে আছে।
ওএফপি’র মুখপাত্র এলিজাবেথ বাইরস বলেন, ২০১৯ সালের ডিসেম্বর থেকে সিরিয়ায় প্রায় ১০ লাখ মানুষ বাস্তুহারা হয়ে ক্যাম্পগুলোতে মানবেতর জীবন অতিবাহিত করছে। মহামারির এই সময় সেখানে সামাজিক দূরত্ব মেনে চলা একেবারে অসম্ভব। করোনাভাইরাস ছড়িয়ে পড়লে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।
তিনি বলেন, সিরিয়ায় ইতোমধ্যে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে। ওএফপির পক্ষ থেকে ক্যাম্পে থাকা বাস্তুহারাদের সর্বোচ্চ নিরাপদ উপায়ে সহায়তা করা হচ্ছে।
ওএফপি জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ এখন আগের তুলনায় অনেক শান্ত। তবে যেকোনো সময় সেখানে পরিস্থিতি পাল্টে যেতে যেতে পারে।
জাতিসংঘের এই সহযোগী সংস্থাটি জানায়, ইদলিবে ওএফপি’র সহায়তায় ১৭ লাখ মানুষকে খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দেয়া হয়েছে। তুরস্ক হয়ে এসব পণ্য সেখানে পৌঁছেছে। পরিস্থিতি বিবেচনা করে এই কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।
জানা যায়, ওএফপিসহ জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলো সিরীয়দের করোনাভাইরাস থেকে বাঁচতে প্রয়োজনীয় নানা পদক্ষেপের বিষয়ে অবহিত করছে। সব সময় হাত পরিষ্কার রাখার জন্য নাগরিকদের নির্দেশনা দেয়া হচ্ছে।
এমএম/পাবলিকভয়েস