পাবলিক ভয়েস : বগুড়ার কাহালুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জাতীয় পার্টির (জাপা) দুই কর্মী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাতে কাহালু উপজেলার দুর্গাপুর-জামগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার লোকনাথপাড়া গ্রামের সামছুল ইসলামের ছেলে সুজাউদ্দিন (৩৬) ও একই গ্রামের সাবির উদ্দিন খানের ছেলে লেবু খান (৫৫)। তারা দুজনই উপজেলা জাপার সদস্য। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত বাকের খানকে (১৯) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজাউদ্দিনের বড় ভাই সবুজ উদ্দিন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।
গতকাল বৃহস্পতিবার রাতে জামগ্রামে গণসংযোগে মোটরসাইকেল বহর নিয়ে যাচ্ছিলেন তারা। জামগ্রাম হাইস্কুলের কাছে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।