
দেশের করোনা পরিস্থিতি এখনো অনেক দেশের তুলনায় ভালো আছে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোনো মন্তব্য করার আগে ইউরোপ-আমেরিকা-ভারত-পাকিস্তানের দিকে তাকান। তাহলেই তাদের তুলনায় আমাদের পরিস্থিতিটা যে ভালো আছে তা বুঝতে পারবেন।
আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক ইস্যু নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারের সময়োপযোগী নানা পদক্ষেপের কারণে দেশে করোনাভাইরাসের পরিস্থিতি এখনো অনেক দেশের তুলনায় ভালো রয়েছে।
তবে যেকোনো সময় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে তিনি মনে করেন। তথ্যমন্ত্রী বলেন, যেকোনো পরিস্থিতিই তৈরি হতে পারে। সেজন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে নানা ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। একইসঙ্গে জনগণকে প্রতিনিয়ত সঠিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হচ্ছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে দেশের প্রায় ১ কোটি মানুষের কাছে ত্রাণ ও নগদ আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা। অথচ বিএনপি নেতারা এসবের প্রশংসা না করে উল্টো সমালোচনা করছেন।
বিএনপির এসব করার মূল উদ্দেশ্য সরকারের ভালো উদ্যোগগুলোকে বাধাগ্রস্ত করা মন্তব্য করে তিনি বলেন, তারা সেই লক্ষ নিয়েই সরকারের ভালো কাজের সমালোচনা করছে। অথচ এই সংকটকালীন সময়ে বাদানুবাদের রাজনীতি কোনোভাবেই কাম্য নয়।
এমএম/পাবলিকভয়েস