আজ রোববার (১০ মে) মহামারী করোনাভাইরাসে দেশে নতুন করে একদিনে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ৮৮৭ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হলো ২২৮ জনের এবং মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন।
মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন মহিলা। আজ রোববার (১০ মে) দুপুরে সংবাদ বুলেটিনের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন আইইডিসিআর এর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ২১৯ জন এনিয়ে মোট সুস্থ হয়েছেন ২৬৫০। এছাড়া এদিন আইসোলেশনে গেছে ১৩৯ জন এবং আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৭১ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছিলো ৫৬৪২টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭৩৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ১৭ হাজার ৭১৬টি।
বাংলাদেশে গত ৮ ই মার্চ করোনাভাইরাস প্রথম ধরা পড়ে। এরপর হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহ ধরে এই আক্রান্তের সংখ্যা ৫শ থেকে ৭শ এর মধ্যে উঠানামা করছে। আজ রোববার তা ৮শ ছাড়ালো। আজকে মৃতের সংখ্যাও সর্বোচ্চ।
করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা এই মূহুর্তে তিন লাখের কাছাকাছি। প্রতিমূহুর্ত বাড়ছে মৃতের সংখ্যা। ২ লক্ষ ৭৮ হাজারেরও বেশি মানুষ মারা গেছে এখন পর্যন্ত। এরমধ্যে শুধুমাত্র আমেরিকাতেই ৮০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা।
বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশেষ করে পরীক্ষা যতো বাড়ছে আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। বাড়ছে ঝুঁকি।
এদিকে পবিত্র ঈদুল ফিতরের আগে দোকান-পাট খুলে দেওয়ার উদ্যোগে ব্যাপক সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম কালাম আজাদ
বলেছেন, পরিস্থিতি খুব খারাপ হলে একদিনে ৬৫ হাজারের মতো মানুষ আক্রান্ত হতে পারে, এক্সপার্টদের এমন একটা বিশ্লেষণ আমাদের কাছে আছে।
আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের কাছে দুটি বিশ্লেষণ আছে। সর্বোচ্চ সংক্রমণের ভবিষ্যদ্বাণী করা বিশ্লেষণে বলা হয়েছে, দিনে আক্রান্ত হবে ৬৫ হাজার মানুষ। তার মধ্যে যদি ২০ ভাগ লোককেও হাসপাতালে ভর্তি করতে হয় তাহলে ১২ থেকে ১৪ হাজার মানুষকে ভর্তি করতে হবে একদিনেই। আমাদের মতো দেশের পক্ষে যেটা বেশ কঠিন। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত।
অধ্যাপক আবুল কালাম কালাম আজাদ আরো বলেন, করোনাভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে পরিকল্পনা নেওয়ার সময় আমরা এসব বিশ্লেষণকে মাথায় রাখছি। দেশব্যাপী হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানো হচ্ছে। বসুন্ধরা সিটির কাছ থেকে পাচ্ছি ২ হাজার শয্যার আইসোলেশন হাসপাতাল।
সম্মিলিত সংকলিত সর্বশেষ তথ্য অনুসারে করোনাভাইরাসে সর্বশেষ আজ (রোববার ১০ মে) দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্বব্যাপী ৪১ লাখ ১৪ হাজার ৫৫১জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮০ হাজার ৫৫৮ জনের। এছাড়া সুস্থ হয়েছে ফিরেছেন ১৪ লাখ ৪৫ হাজার ৯৩১ জন।
এরমধ্যে শুধুমাত্র আমেরিকাতেই ১৩ লাখ ৪৭ হাজার ৩১৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮০ হাজার ৪০ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৮০ জন।
এদিকে ইতালিকে ছাপিয়ে মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে চলে এসেছে যুক্তরাজ্য। আজ রবিবার ব্রিটেনে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৫৮৭ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজার ২৬০ জন। এছাড়া সুস্থ হয়েছেন মাত্র ৩৪৪ জন।
অন্যদিকে ইতালিতে মৃত্যুবরণ করেছেন ৩০ হাজার ৩৯৫ জন। দেশটিতে আজকে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৬৮ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩১ জন।
এদিকে এখনো পর্যন্ত আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা স্পেনে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৭৮৩ জন। দেশটিতে মৃত্যুবরণ করেছেন চতুর্থ সর্বোচ্চ ২৬ হাজার ৪৭৮ জন এবং সুস্থ হয়ে ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ১৫৭ জন।
এরপরই পঞ্চম সর্বোচ্চ ২৬ হাজার ৩১০ জন মারা গেছে ফ্রান্সে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৫৮ জন। সুস্থ হয়ে ফিরেছেন ৫৬ হাজার ৩৮ জন।
এছাড়াও জার্মানি ও রাশিয়ায় যথাক্রমে ১ লাখ ৭১ হাজার ৩২৮ জন্য এবং ২ লাখ ৯ হাজার ৬৮৮ জন লোক আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যুবরণ করেছে যথাক্রমে জার্মানিতে ৭ হাজার ৫৪৯ জন ও রাশিয়ায় ১ হাজার ৯১৫ জন।
শনিবার: দেশে ২৪ ঘন্টায় মৃত ৮, আক্রান্ত ৬৩৬
এসএস/পাবলিকভয়েস/