চুনারুঘাট প্রতিনিধি: পরকীয়া করতে গিয়ে ধরা খেলেন ডাক্তার মোমিন উদ্দিন। তিনি চুনারুঘাট হাসপাতালের আরএমও। বিষয়টি এখন চুনারুঘাটে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।
বৃহস্পতিবার রাতে চুনারুঘাট পৌর শহরের একটি বাসাতে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে ধরা খান তিনি। স্থানীয় যুবকরা গণধোলাই দিয়ে সেই ডাক্তারকে পৌর কমিশনার আঃ হান্নানের জিম্মায় ছাড়েন।
এলাকাবাসিরা জানান, হাসপাতালের আরএমও ডাক্তার মোমিনের সাথে এক প্রবাসির স্ত্রীর পরকীয়া চলছিলো। এলাকাবাসি বার কয়েক তাকে বারণ করার পরও মোমিন সেই নিষেধ না মেনে ওই নারীর সাথে পরকীয়া চালিয়ে যান। ওই নারী জনৈক মনোহর আলীর ভাড়াটিয়া।
বৃহস্পতিবার গভীর রাতে ডাঃ মোমিন পৌর শহরে অবস্থিত সেই বাসায় গেলে জনৈক হাজী আওয়ালসহ এলাকাবাসি ডাক্তারকে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পৌর কমিশনার আঃ হান্নান ঘটনাস্থলে এসে ডাঃ মোমিনকে তার জিম্মায় নেন।
এ ব্যাপারে ডাক্তার মোমিন কোনো কথা বলতে চাননি। তবে হাসপাতালের আধিকারিক ডাঃ মোজাম্মেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ দিকে বিশ্বস্থ একটি সুত্র জানায়, বিগত সময়ে এক নার্সের সাথেও তার পরকীয়া ছিলো।
এদিকে ডাঃ মোমিন উদ্দিনের পরকীয়ার ঘটনাটি ধামাচাপা দিতে পৌর শহরে অবস্থিত কয়েকটি ক্লিনিকের মালিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিযোগ উঠেছে।
/এসএস