লুতফেরাব্বী আফনান :
মিশরের প্রসিদ্ধ ক্বারী শায়খ মুহাম্মাদ মাহমুদ তাবলাবী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ১২ রমজান ১৪৪১ মুতাবেক ৫ মে ২০২০ রোজ মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তার মৃত্যুতে আল আযহার সহ দেশ - বিদেশের বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছেন।
শাইখুল আযহার তাঁর শোকবার্তায় বলেনঃ "মুসলমানদের হৃদয়ে তার অবস্থান চির অমর হয়ে থাকবে। কুরআন তেলাওয়াতে মনোযোগ বৃদ্ধি করতে তার সুরের মূর্ছনা মানুষ বহুদিন তালাশ করবে। সাম্প্রতিককালে কুরআন তারতীলের এক মহীয়সী ব্যক্তিত্ব ছিলেন তিনি"।
উল্লেখ্য, শায়খ মুহাম্মদ তাবলাবী ১৯৩৪ সনের ১৪ নভেম্বর মিশরের গিজা জেলায় জন্মগ্রহণ করেন। অসাধারণ সুর প্রতিভার কারণে ছোটবেলা থেকেই সকলের দৃষ্টি কাড়েন তিনি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী আব্দুল বাসেত রহঃ সহ তৎকালীন প্রসিদ্ধ ক্বারীদের সান্যিধ্যে বড় হোন। মিশর ধর্মমন্ত্রণালয় ও আল আযহারের প্রতিনিধি হিসাবে পৃথিবীর ৮০ এর অধিক দেশ সফর করেছেন। আমৃত্যু মিশরের কেন্দ্রীয় কুররা পরিষদের প্রধান ছিলেন তিনি।
অনুবাদ নিউজ।