নাজমুল হাসান, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ১ম হল আলাওল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে ২০১৯ ক্রীড়া প্রতিযোগিতা উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন ।
উপ-উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘শিক্ষার অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে শারীরিক শিক্ষা। শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, আ র মন ভালো না থাকলে পড়ালেখা ভালো হয় না। সুস্থ দেহে বাস করে সুন্দর মন। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক গঠন সুন্দর রাখার পাশাপাশি মানসিক সুস্থতাও নিশ্চিত করে।
তিনি আরো বলেন, জঙ্গি-সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এবং শিক্ষার্থীদের সুশৃংখল ও আলোকিত মানবসম্পদ হিসেবে গঠে ওঠতে একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলার বিকল্প নেই।’
আলাওল হলের প্রভোস্ট প্রফেসর আবদুল হকের সভাপতিত্বে ও হলের আবাসিক শিক্ষক মাধব চন্দ্র দাসের পরিচালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামদ ও শুভেচ্ছা বক্তব্য দেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর ও মুর্চ্ছনায় উপ-উপাচার্য জাতীয় পতাকা, সমাজবিজ্ঞান অনুষদের ডিন বিশ্ববিদ্যালয় পতাকা, আলাওল হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। বিচারকদের পক্ষে প্রধান বিচারক নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ বিশ্বজিৎকে উপ-উপাচার্য শপথ বাক্য পাঠ করান। আলাওল হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, হলের প্রভোস্টবৃন্দ, চবি প্রক্টর (ভারপ্রাপ্ত) লিটন মিত্র ও সহকারী প্রক্টর মিজানুর রহমান ও এস এম মুর্শিদ-উল-আলম, উক্ত হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।