
সাধারণ মানুষের পাশাপাশি দেশে কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসকের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৫২৩ জন চিকিৎসক প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু রাজধানী ঢাকারই ৩৮৯ জন।
শনিবার (২ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এফডিএসআর সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ঢাকায় ৩৮৯ জন বরিশালে নয় জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে সাত জন, খুলনায় ৩০ জন, রংপুরে সাত জন, ময়মনসিংহে ৬১ জন ও রাজশাহীতে তিন জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ১৫ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মইনউদ্দিনের মৃত্যু হয়। এছাড়াও বেশ কয়েকজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য কর্মীরা বলছেন, মূলত নিম্নমানের সুরক্ষা সামগ্রী এবং রোগীরা তাদের সম্পর্কে চিকিৎসককে সঠিক তথ্য না দেওয়াতে আক্রান্ত বেশি হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চিকিৎসক আক্রান্ত হতে থাকলে ভবিষ্যতে সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য এখনই জরুরি ব্যবস্থা নেওয়া দরকার।
এমএম/পাবলিকভয়েস