
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণের ফলে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে ইতোমধ্যে ১০ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। মারা গেছে সাড়ে ৬১ হাজারের বেশি। দিন দিন পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে ভাইরাসটির ভয়াবহ অবস্থার পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছে একাধিক গোয়েন্দা সংস্থা। তারা বলছে, প্রেসিডেন্টের গোঁড়ামি ও পাত্তা না দেয়ার কারণেই দেশটিতে করোনাভাইরাস এত বেশি ছড়িয়ে পড়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানান, জানুয়ারির দিকে চীনে যখন ভাইরাসটি ব্যাপক আকার ধারণ করে তখনই এ ব্যাপারে প্রেসিডেন্ট সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি বিষয়টিতে তেমন গুরুত্ব দেননি।
পরে ফেব্রুয়ারিতে একই সতর্কবার্তা আরো কয়েক দফায় পাঠানো হয়। এভাবে অন্তত ১২ বার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বলে সতর্কবার্তা পাঠানো হয় যে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস বড় ধরনের আঘাত হানতে পারে। কিন্তু তিনি বিষয়টিকে পাত্তা দেননি, যোগ করেন ওই কর্মকর্তা।
সর্বশেষ তথ্যমতে, যুক্তরাষ্ট্রে গত একদিনের ব্যবধানে মহামারি এই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে আরো ২ হাজার ২৮০ জন মৃত্যুবরণ করেছেন। নতুন করে আরো ২২ হাজার ৮৪৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে।
এমএম/পাবলিকভয়েস