গণস্বাস্থ্যকেন্দ্রের উদ্ভাবিত অবশেষে পরীক্ষার অনুমোদন প্রসঙ্গে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঔষধ প্রশাসন। গণস্বাস্থের কিট পরীক্ষায় ঔষধ প্রশাসন অনুমতি দিয়ে গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিভ্রান্তি হয়েছে দাবি করে তা নিরসনে ব্যাখ্যা দিয়েছে ঔষধ প্রশাসন।
সংশ্লিষ্ট খবর: অবশেষে গনস্বাস্থ্যের কীট পরীক্ষার অনুমোদন দিলো ঔষধ প্রশাসন
ব্যাখ্যায় উল্লেখ্য করা হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তে ‘জি র্যাপিড ডট ব্লট’ কিটের পরীক্ষার জন্য অনুমতি দেয়নি ঔষধ প্রশাসন অধিদফতর। বরং এই কিটের কার্যকারিতা যাচাইয়ের জন্য দুটি স্বীকৃত প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভ্রান্তি নিরসনে সরকারি সংস্থাটির পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে এ মর্মে সংবাদ পরিবেশিত হচ্ছে যে, মেসার্স গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক উদ্ভাবিত GR Covid-19 Rapid Dot Blot Immunoassay কিটের পরীক্ষার জন্য ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে। যা সঠিক নয়।
প্রকৃতপক্ষে কিটের কার্যকারিতা পরীক্ষা (Performance Trial) করার জন্য সব নিয়ম মেনে ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত CR0-3: ICDDRB এবং CR0-10: BSMMU কর্তৃক সম্পন্ন করার জন্য গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতি প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসব পারফরম্যান্স ট্রায়াল শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
/এসএস