পারভেজ হোসাইন, রামগঞ্জ প্রতিনিধি: কোভিড-১৯ মহামারী করোনাভাইরাস এর কারনে মানবেতর জীবনযাপন করছে নিম্ন আয়ের কৃষক।
দীর্ঘদিন যাবৎ লকডাউন থাকায় ঠিক মতো পরিবার পরিজন নিয়ে চলাই কষ্টকর হয়ে পড়েছে। অধিকাংশ কৃষক টাকার জন্য ধান কেটে বাড়ি আনতে পারছেন না। ঠিক মতো চলতেই কষ্ট হচ্ছে আবার টাকা খরচ করে ধাক কেটে বাড়ি আনা দুরের কথা।
এমন কঠিন পরিস্থিতিতে পুরো লক্ষ্মীপুরে রামগঞ্জে পুরো উপজেলা ব্যাপী কৃষকের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের বহুল আলোচিত ইসলামী ভাবধারার রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠন।
উপজেলা ইসলামী আন্দোলনের একাধিক নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ইসলামী আন্দোলন ও তার সহযোগী সংগঠনসহ এ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
যেমন, মাস্ক বিতরণ, সচেতনতা মূলক লিফলেট বিতরণ, খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ, ধান কাটা কর্মসূচি, দোয়া অনুষ্ঠান সহ অন্যান্য।
সচেতনতা কর্মসূচি, ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ বা নগদ অর্থ প্রদানই সীমাবদ্ধ না থেকে কৃষকের পাশে দাঁড়িয়েছে দায়িত্বশীলরা।
গত এক সপ্তাহ যাবত ধরে উপজেলার ২ নং নোয়াগাঁও ইউনিয়ন, ১০ নং ভাটরা, ৪ নং ইছাপুর, ১নং কাঞ্চনপুর, ৬ নং লামচর, ৭ নং দরবেশপুর সহ বিভিন্ন ইউনিয়নে বিনা পারিশ্রমিকে অসহায় কৃষকদের ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাহমুদুল হাসান পাবলিক ভয়েস প্রতিনিধি জানান, ‘করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ইসলামী আন্দোলন কখনো খাদ্য সামগ্রী, কখনো ইফতার সামগ্রী আর কখনো নগদ অর্থ নিয়ে হাজির হয়েছে। উপজেলায় প্রায় অধিকাংশ ইউনিয়নের কৃষকের ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
এছাড়াও আমাদের অনেকগুলো কর্মসূচি হাতে রয়েছে। ধারাবাহিকভাবে আমরা তা প্রকাশ করবো। মে দিবস উপলক্ষে উপজেলা ব্যাপী কৃষকের ধান কাটা কর্মসূচি রয়েছে’।
/এসএস